স্থায়ী ক্যাম্পাস এবং প্রথম সমাবর্তন—এই দুটি মাইলফলককে কাজে লাগিয়ে ব্র্যান্ড ভ্যালু এবং শিক্ষার্থী ভর্তি জ্যামিতিক হারে বাড়ানোর সুনির্দিষ্ট পরিকল্পনা।
সুযোগ ১
স্থায়ী ক্যাম্পাস (লবনচরা)
সুযোগ ২
প্রথম সমাবর্তন
কেন আমরা "ভিজুয়্যাল স্টোরিটেলিং"-এর ওপর জোর দিচ্ছি? নিচের ৩টি কেস স্টাডি দেখুন যেখানে গতানুগতিক বিজ্ঞাপনের বদলে ইমোশন ও ক্রিয়েটিভ ব্যবহার করে ভর্তির হার নাটকীয়ভাবে বাড়ানো হয়েছে।
চ্যালেঞ্জ:
সিডনির অন্যান্য বড় নামকরা বিশ্ববিদ্যালয়ের ভিড়ে ভালো ছাত্র পাচ্ছিল না।
সমাধান: কোনো বিল্ডিং বা ল্যাবের ছবি নয়। একজন প্রাক্তন ছাত্র (রিফিউজি থেকে লয়ার) এর জীবনের ইমোশনাল গল্প নিয়ে সিনেমাটিক ভিডিও তৈরি।
"মানুষ পণ্য কেনে না, গল্প কেনে। NWU-এর অ্যালামনাইদের গল্পও একই ম্যাজিক তৈরি করবে।"
অন্যদের সাফল্য থেকে শিক্ষা নিয়ে NWU-এর জন্য আমরা ৩টি বিশেষ কন্টেন্ট তৈরির প্রস্তাব করছি।
ওয়েস্টার্ন সিডনির আদলে NWU-এর ১-২ জন সফল অ্যালামনাইয়ের ইমোশনাল ইন্টারভিউ।
ড্যাফোডিলের আদলে লবনচরা স্থায়ী ক্যাম্পাসের সিনেমাটিক ড্রোন শট ও ফিউচার ল্যাব ভিজ্যুয়্যাল।
স্মার্ট স্টুডেন্ট প্রেজেন্টার দিয়ে ক্যাম্পাসের আড্ডা, লাইব্রেরি ও ক্লাবের গল্প।
১৫টি
মোট ভিডিও (রিলস + মেইন)
৩৬টি
প্রিমিয়াম গ্রাফিক্স ব্যানার
৯০ দিন
অ্যাড ও পেজ ম্যানেজমেন্ট
১০০%
ইনবক্স সাপোর্ট সেটআপ
এই প্রজেক্টের খরচ ১,২০,০০০ টাকা (৩ মাস)। এটি কি লস না লাভ? নিচের স্লাইডার ব্যবহার করে দেখুন কতজন ছাত্র ভর্তি হলে আপনার খরচ উঠে আসবে।
টাকা (৪ বছরে)